প্রকাশিত: Wed, Aug 9, 2023 8:59 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:21 AM

[১]পাকিস্তানে পার্লামেন্টের বিদায়ী অধিবেশনে ইমরান খানের সরকারের সমালোচনায় শাহবাজ

ইমরুল শাহেদ: [২] শেষ অধিবেশনের পার্লামেন্ট ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিক মেয়াদ তিনদিন হাতে রেখেই তিনি বুধবার রাতে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙ্গে দেওয়ার প্রস্তাব পাঠাবেন। সূত্র: জিওটিভি

[৩] পার্লামেন্টের নিম্নকক্ষের বিদায়ী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা রাখার জন্য সকল পার্লামেন্ট সদস্যদের ধন্যবাদ জানান।

[৪] পরিস্থিতি শাহবাজ সরকারের জন্য প্রতিকূল হলেও তারা ভয়াবহ বন্যা ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি ভঙ্গ করে সাবেক সরকার পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন করেছে। 

[৫] তিনি ইমরান খানের নাম উল্লেখ করে বলেন, পিটিআই সরকার পাকিস্তানের বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। 

[৬] প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন বিগত সরকারকে ভারী ঋণ গ্রহণ এবং ‘বিশ্বের কাছে আমাদের মাথা নত করেছেন’ উল্লেখ করে তীব্রভাবে আক্রমণ করেন। 

 [৭] শেহবাজ শরীফ ২০২২ সালের ১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। সম্পাদনা: ইকবাল খান